দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৪ জুন ২০২১

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে সভায় মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে ১৪ দিনের জন্য এ লকডাউন ঘোষণা করা হয়।

সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মনছুর বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে ২ জুন দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ৭ গ্রামে ও ৬ জুন কুড়ুলগাছী এবং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের আরও ৯ গ্রামে লকডাউন ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার বাড়ছে। বিশেষ করে দামুড়হুদা উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী। এ কারণে দামুড়হুদা উপজেলায় লকডাউন দেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, ২৪ ঘণ্টায় ১৩২ টি নমুনা পরীক্ষায় ৫৭ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে ৩৫ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা।

সালাউদ্দীন কাজল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।