৫২ কেজির বাঘাইড়, বিক্রি হলো অর্ধলাখে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৪ জুন ২০২১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় অর্ধলাখ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে কাকিনা বাজারে মাছটি আনলে তা কেটে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের ধরলা নদীতে ৫২ কেজি ওজনের বাঘাইড়টি জেলেদের জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রি করতে জেলেরা কাকিনা বাজারে নিয়ে এলে উৎসুক জনতা দেখতে ভিড় জমান।

একক কোনো ক্রেতা না পেয়ে জেলেরা মাছটি কেটে প্রতি কেজি এক হাজার টাকা দরে বিক্রি করেন। কাকিনা বাজারের স্থানীয় ৫২ জন ক্রেতা ৫২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন।

কুড়িগ্রাম এলাকার জেলে সাদেক আলী জানান, সোমবার ভোররাতে মাছটি জালে ধরা পড়ে। কুড়িগ্রাম এলাকায় ভালো কোনো পার্টি না পেয়ে বেশি টাকায় বিক্রির আশায় মাছটি তিনজন মিলে কাকিনা বাজারে নিয়ে আসা হয়। পরে এক হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়।

রবিউল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।