বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল এলো মোংলা বন্দরে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৪ জুন ২০২১

দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এম ভি ফ্রানবো লোহাস’।

সোমবার (১৪ জুন) বিকেল ৪টায় বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে নির্মিত রেলসেতুর মালামাল বহনকারী বিদেশি জাহাজটি নোঙ্গর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর মালামাল আসে। বন্দরের সাত নম্বর জেটিতে মালামাল নামানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে মেশিনারি এসব পণ্য খালাস করা হবে বলেও জানান তিনি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্সের খুলনার ম্যানেজার মো. শওকত আলী বলেন, দুপুরে বিদেশি জাহাজে করে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর তিন হাজার ২৮৮ টন স্টিল পাইপ ও পাইল আসে। পরে স্থানীয় শ্রমিকদের দিয়ে সেটি খালাস করা হয়।

যমুনা নদীর ওপর ২০২০ সালের নভেম্বরে রেলওয়ে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। চার দশমিক আট মিটার দৈর্ঘ্যের সবচেয়ে দীর্ঘ এ রেল সেতুর ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা।

মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।