বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৫ জুন ২০২১

ভারতীয় নাগরিক সন্দেহে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে সুমন মিয়া (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) ভোরে উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত থেকে তাকে আটক করেন স্থানীয়রা।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ভোরে সীমান্তের ধানুয়া কামালপুর এলাকায় অপরিচিত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করে। পরে তাকে ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের তত্ত্বাবধানে রাখা হয়। আটক ওই যুবক ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সদর থানার এসপচপাড়া গ্রামের তালেব মিয়ার ছেলে।

ওসি শফিকুল ইসলাম সম্রাট আরও জানান, দুপুরে ওই যুবককে থানায় আনতে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবির সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।