সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিক যুগলের বিষপানে আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৫ জুন ২০২১
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে যতন চন্দ্র সিংহ (১৮) ও সুমি বালা (১৪) নামের প্রেমিক যুগল ইঁদুর মারার বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রাম এ ঘটনা ঘটে।

দুইজনের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় তারা আত্মহত্যা করেছেন বলে পুলিশ ও তাদের পরিবারের লোকজন প্রাথমিকভাবে ধারণা করছে।

দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এরআগে ভোরে দুজনে বিষপান করেন।

মৃত যতন চন্দ্র ওই গ্রামের দেবেন্দ্র চন্দ্র সিংহের ছেলে ও মৃত সুমি বালা একই পরিবারের যতীন চন্দ্রের মেয়ে।

পরিবারের লোকজন বলছেন, তাদের মধ্যে ধর্মীয় রীতিতে একই পরিবারের ছেলেমেয়েদের বিয়ে দেয়ার বিধান নেই। এজন্যই তারা বিয়ে দিতে রাজি হননি। তাছাড়া দুজনের বিয়ের বয়সও হয়নি।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, ছেলে ও মেয়ে দুজনেই নাবালক। দুজনেই একই পরিবারের চাচাতো ভাইবোন। এ ঘটনায় দুজনের পরিবার বাদী হয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছে।

তানভীর হাসান তানু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।