নোয়াখালীতে আরও ৭৫ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১৬ জুন ২০২১
ফাইল ছবি

অডিও শুনুন

নোয়াখালীতে ৩৪৫টি নমুনা পরীক্ষায় আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করোনা আক্রান্তের হার ২১ দশমিক ৭৪ শতাংশ।

এরমধ্যে নোয়াখালী সদরে ৪৭ জন, সূবর্ণচরে একজন, বেগমগঞ্জে ১১ জন, সোনাইমুড়িতে সাতজন, চাটখিলে দুজন, কোম্পানীগঞ্জে পাঁচজন ও কবিরহাটের দুজন।

বুধবার (১৬ জুন) সকালে জেলা সিভিল সার্জন (সিএস) ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৯ হাজার ৯১১ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৬৪ শতাংশ। নতুন মৃত্যু না হলেও মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ। এছাড়া আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৬২৫ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা ৪৪ জন ও আইসোলেশনে আছেন ১৬ জন।’

এদিকে, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার নোয়াখালী পৌরসভা ও ছয় ইউনিয়নের দুই সপ্তাহের লকডাউন শেষ হচ্ছে শুক্রবার (১৮ জুন)। এখনো সেখানে সংক্রমণ অনেক বেশি।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।