ইউপি সদস্যসহ ২ হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৬ জুন ২০২১

নোয়াখালীর হাতিয়াতে ইউপি সদস্য রবীন্দ্র হত্যা মামলা ও জোবায়ের হত্যা মামলার আসামি মো. সামছুল ওরফে কোপা সামছুকে (৪৫) অস্ত্র এবং গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) দিবাগত রাতে সোয়া ১টায় তাকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী ঘাট থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি ও একটি হাতুড়ি জব্দ করা হয়।

গ্রেফতার সামছুল জাহাজমারা ইউনিয়নের মো. সাইদুল হক প্রকাশ সধু মাঝির ছেলে।

jagonews24

বুধবার (১৬ জুন) সকাল ১১টায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৯ জুন দিবাগত রাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাশকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। সামছুল ওই মামলার ২০নং আসামি।

এছাড়া গত ১৯ মে পূর্ব বিরোধের জেরে ধরে সোনাদিয়া ইউনিয়নে জোবায়েরকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি ওই মামলার ৮নং আসামি।

ওসি আবুল খায়ের আরও বলেন, আসামিকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।