ভাসানচর থানার নতুন ওসি রফিকুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৬ জুন ২০২১

নোয়াখালীর হাতিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ভাসানচর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. রফিকুল ইসলাম যোগদান করেছেন।

বুধবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিজেই নিশ্চিত করেন ওসি রফিকুল ইসলাম।

তিনি জানান, গত ৩ জুন সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ থেকে ভাসানচরের ওসি হিসেবে পদায়ন করার পর তিনি সেখানে যোগদান করেছেন।

নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয় অফিসের তথ্য অনুযায়ী, ভাসানচরের আগের ওসি মাহে আলম স্বেচ্ছায় অবসরে যাওয়ায় মো. রফিকুল ইসলামকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়।

ওসি মো. রফিকুল জাগো নিউজকে জানান, তিনি ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদানের পর ২০১৬ সালে পরিদর্শক (তদন্ত) হিসেবে পদোন্নতি পান। পরে চাঁদপুর ও বান্দরবানে দায়িত্ব শেষে নোয়াখালীতে যোগদান করেন। সোনাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জের পর প্রথম তিনি ওসি হিসেবে ভাসানচরে যোগদান করেছেন।

প্রসঙ্গত, কক্সবাজার থেকে এপর্যন্ত ১৮ হাজার ৩৪৭ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।

এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।