মোরেলগঞ্জে আগুনে ৭ দোকান পুড়ে ছাই
বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি আংশিক ও সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ সদরের নব্বইরশি বাসস্ট্যান্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে মুদি ও মাছের খাবারের দোকানি আবুবকর হাওলাদার, পান্না চাপরাশী, সেলুন ব্যবসায়ী দুলাল শীল, ফল ব্যবসায়ী মহারাজ তালুকদার, মোস্তাফা শেখ, শাহিন শেখ ও মতিন আকনের দোকান সম্পূর্ণ পুড়ে গছে। লাল মিয়া শেখের চায়ের দোকান, মিলন শেখের মুদি দোকান ও জুয়েল মাঝির কসমেটিক্সের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ জানান, এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
শওকত আলী বাবু/এসআর/জিকেএস