ছেলের মৃত্যুর ৩ দিন পর চলে গেলেন সাংবাদিক সরওয়ার খানও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৭ জুন ২০২১

ছেলের মৃত্যুর মাত্র তিন দিন পর মারা গেলেন বগুড়ার দুপচাঁচিয়ার সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা এম সরওয়ার খান (৭০)।

বৃৃহস্পতিবার (১৭ জুন) ভোর ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সরওয়ার খান দুপচাঁচিয়ার পৌর এলাকার বাসিন্দা ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।

এরআগে গত ১৪ জুন রাতে তার একমাত্র ছেলে সেতু খান (৩২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ছেলের আকস্মিক মৃত্যুতে অসুস্থ সরওয়ার খান মারাত্মকভাবে ভেঙে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছেলের মৃত্যুর তিন দিন পর সাংবাদিক সরওয়ার খানের মৃত্যুতে পরিবারে শোকের মাতাম চলছে।

দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক বলেন, তিনি এ উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ছিলেন। ছেলের মৃত্যুর পর তার এমন আকষ্মিক মৃত্যু বড়ই বেদনাদায়ক।

আদমদীঘির আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী জানান, আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষী ছিলেন সরওয়ার খান।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।