নড়াইলে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৮ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৭ জুন ২০২১
ফাইল ছবি

নড়াইলে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৭১ শতাংশ। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মো. ময়েনুদ্দীন (৭০) নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকায়।

এদিকে বর্তমানে সদর হাসপাতালে করোনার ২০টি শয্যার মধ্যে ১৭ রোগী চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নড়াইলে গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এপর্যন্ত ২ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন।

হাফিজুল নিলু/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।