মোংলায় ১৭ দিনে ২৮৪ জনের করোনা শনাক্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা
প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৮ জুন ২০২১

গত ১৭ দিনে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে ২৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

মোংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।

তিনি বলেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার ২০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ এসেছে সে হিসেবে শনাক্তের হার ৫০ শতাংশ।

এর আগে ১ জুন ৫৯ জনের মধ্যে ৪১ জন, ৩ জুন ২৫ জনে ১০ জন, ৫ জুন ৪৮ জনে ৩৪ জন, ৬ জুন ৩৮ জনে ২০ জন, ৭ জুন ২৬ জনে ১৪ জন, ৮ জুন ৪৯ জনে ৩০ জন, ৯ জুন ৩৪ জনে ২৩ জন, ১০ জুন ৫১ জনে ২৬ জন, ১২ জুন ৫৮ জনের মধ্যে ৩৪ জন, ১৩ জুন ৪৪ জনে ২৪ জন, ১৪ জুন ২২ জনে সাত জন, ১৫ জুন ২২ জনে সাত জন, ১৬ জুন ৩০ জনের মধ্যে ১৪ জনের করোনা শনাক্ত হয়।

মো. এরশাদ হোসেন রনি/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।