নদীতে ডুবে গেলেন দুলাভাই, দুই শ্যালককে বাঁচাল পর্যটকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৮ জুন ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নৌকাডুবিতে হাসিবুল মিয়া (৩৫) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুই শিশুকে উদ্ধার করেছে পর্যটকবাহী নৌকায় থাকা পর্যটকরা।

শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর বড়টেক এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিবুল উপজেলার বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া চকবাজার গ্রামের আক্কেস আলীর ছেলে।

উদ্ধার হওয়া শিশুরা হলো-আদর্শ গ্রামের মাসুল মিয়ার দুই ছেলে জিয়াউল হক (৯) ও আরিফুল (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর দুই শ্যালককে নিয়ে যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যান হাসিবুল। তারা দীর্ঘ সময় ধরে লাকড়ি সংগ্রহ করে নৌকা বোঝাই করে বিকেলে বাড়ি ফিরে আসছিলেন। এসময় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় লাকড়ি বোঝায় নৌকাটি ডুবে যায়। এসময় যাদুকাটা নদীতে ঘুরতে আসা নৌকায় থাকা পর্যটকরা দুই শিশুকে উদ্ধার করলেও হাসিবুল নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে সন্ধ্যা ৭টা থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ হাসিবুলের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।