করোনাভাইরাস : বগুড়ায় আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও দুইজন প্রাণ হারিয়েছেন। শনিবার (১৯ জুন) দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এদের একজন বগুড়া সদর উপজেলার নজরুল ইসলাম (৭৪) অপরজন নাটোরের গুরুদাসপুরের ছহির উদ্দিন (৬০)। নজরুল ইসলাম সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ও ছহির উদ্দিন টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
তিনি আরও বলেন, এছাড়াও জেলা গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১৭ টি নমুনা পরীক্ষায় ৩৯ জন ও টিএমএসএস হাসপাতালে ৮ নমুনা পরীক্ষায় দুইজনের পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত ১২ হাজার ৭৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৫৯ জন। মৃত্যু হয়েছে ৩৪২ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন।
আরএইচ/এএসএম