ঘুমের মধ্যেই মারা গেলেন টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর তানাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২১ পিএম, ২০ জুন ২০২১

টাঙ্গাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার সাদাৎ তানাকা (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (২০ জুন) ভোরে শহরের পার দিঘুলিয়া এলাকায় নিজ বাসভবনে মারা যান তিনি।

আনোয়ার সাদাৎ তানাকা ওই এলাকার আবুল কালাম আজাদ বীরবিক্রমের জ্যেষ্ঠ পুত্র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কাউন্সিলের বাবা আবুল কালাম আজাদ বীরবিক্রম জানান, প্রতিদিনের মতো তানাকা শনিবার (১৯ জুন) রাতে ঘুমাতে যান। রোববার সকালে তার মা ঢাকা যাওয়ার সময় তাকে ডাকাডাকি করেন। না ওঠায় শরীর ধরে ধাক্কা দেন। নড়াচড়া না করায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ জোহর পারদিঘুলিয়া এলাকায় জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল সদর আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন আনোয়ার সাদাৎ তানাকা।

আরিফ উর রহমান টগর/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।