নোয়াখালীতে আরও ১০৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২১ জুন ২০২১

গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে আরও ১০৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ৪৪৪ জনকে পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২৩ দশমিক ৪২ শতাংশ।

নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৫১ জন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জে ২৩ জন, সোনাইমুড়িতে তিনজন, চাটখিলে তিনজন, সেনবাগে তিনজন, কোম্পানীগঞ্জে নয়জন ও কবিরহাটের ১১ জন।

রোববার (২০ জুন) রাতে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৬৭ জন। আক্রান্তের হার ১০ দশমিক ৮৪ শতাংশ। মোট মৃত্যু হয়েছে ১২৯ জনের। মৃত্যুর হার এক দশমিক ২৬ শতাংশ।

এছাড়া জেলায় আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ৯২৬জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন ও আইসোলেশনে আছেন ১৮ জন।

অন্যদিকে, সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সুপারিশে নোয়াখালী পৌরসভাসহ সদরের ছয় ইউনিয়নে ২৫ জুন পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

ইকবাল হোসেন মজনু/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।