বাউফলে ৮ ইউনিয়নে আ.লীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১০:১০ পিএম, ২১ জুন ২০২১

প্রথম ধাপের ইউপি নির্বাচনে পটুয়াখালীর বাউফলে আটটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (২১ জুন) উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বেসরকারি ফলাফলে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের ভাতিজা এনামুল হক আলকাছ মোল্লা ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে কনকদিয়া ইউনিয়নে শাহিন হাওলাদার, ধুলিয়া ইউনিয়নে মু হুমায়ন কবির, বগা ইউনিয়নে মো. মাহামুদ হাসান হাওলাদার, আদাবাড়িয়া ইউনিয়নে মো. মন্জুর আলম হাওলাদার, কেশবপুর ইউনিয়নে অধ্যক্ষ সালেহ্ উদ্দিন পিকু, কাছিপাড়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম তালুকদার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর আগে কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন জামাল ও কালাইয়া ইউনিয়নে এস এম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা নৌকা প্রতীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাউফল উপজেলার ৯ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে বগা ইউনিয়নে ইভিএমের মাধ্যমে এবং বাকি আট ইউনিয়নে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হয়।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।