অনুসারীর ব্যাংক ঋণ পরিশোধ করলেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২২ জুন ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য একরামুল হকের (কেনেডি) ব্যাংক ঋণ পরিশোধ করলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কেনেডি তার অনুসারী হিসেবে পরিচিত।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কাদের মির্জা নিজেই।

তিনি বলেন, ‘সোনালী ব্যাংক বসুরহাট শাখায় ওই নেতার একটি ব্যাংক ঋণ ছিল। দীর্ঘদিন তিনি পরিশোধ করতে পারছেন না শুনে ৫২ হাজার টাকাও দিয়েছিলাম। কিন্তু কেনেডি তা-ও সেই ঋণ পরিশোধ না করায় মঙ্গলবার দুপুরে ব্যাংকে গিয়ে নিজেই তার ঋণের ৪৭ হাজার ৭৬০ টাকা পরিশোধ করি।’

কাদের মির্জা বলেন, ‘আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের একজন প্রবীণ নেতার ব্যাংক ঋণ পরিশোধ করলাম।’

সোনালী ব্যাংক বসুরহাট শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ সুমন জাগো নিউজকে বলেন, ‘কৃষি ঋণের আওতায় একরামুল হকের নামে একটি ক্ষুদ্র ঋণ বকেয়া ছিল। দীর্ঘদিন বলার পরও তিনি তা পরিশোধ করেননি। আজ দুপুরে পৌর মেয়র আবদুল কাদের মির্জা নিজে এসে ৪৭ হাজার ৭৬০ টাকা পরিশোধ করে খেলাপি একরামুল হককে ঋণমুক্ত করেন।’

এ সময় কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগ নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, হাসান ইমাম বাদল, মো. ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।