নোয়াখালীর আলোচিত এএসপি সামীমকে চট্টগ্রামে বদলি
বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার এলাকায় দায়িত্বপ্রাপ্ত নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সামীম কবিরকে চট্টগ্রাম জেলায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।
তিনি বলেন, পুলিশের নিয়মিত বদলির অংশ হিসেবে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সামীম কবিরকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার পদে বদলি করা হয়েছে।
এসপি আরও জানান, বরিশাল রেঞ্জে কর্মরত এএসপি আকরাম হোসেনকে নোয়াখালীতে পদায়ন করা হয়েছে। তিনি যোগদান করলে সামীম কবিরের স্থলাভিষিক্ত হবেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিবাদমান সংঘাতময় পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবির। এসময় তিনি সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আলোচনায় আসেন।
গত পাঁচ মাস ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম কবিরের বিরুদ্ধে তার
প্রতিপক্ষের সঙ্গে সখ্যতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার বদলি দাবি করে আসছেন। চলমান পরিস্থিতিতে কাদের মির্জা ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে বেশ কয়েকবার বিষোদগারও করেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস