তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি’ থেকে মুক্তি পেতে স্বামীর মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২২ জুন ২০২১

টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীর ‘হয়রানি ও ষড়যন্ত্র’ থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছেন স্বামী আবদুল লতিফ মিয়া।

মঙ্গলবার (২২ জুন) উপজেলার সখীপুর-ঢাকা সড়কের ঘেচুয়া ছাপড়াবাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নির্যাতিত পরিবারসহ গ্রামবাসী অংশ নেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল লতিফ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আয়েশা খাতুনের সঙ্গে সংসার করি। তিনি আমাকে ও আমার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। আমি একজন নির্যাতিত পুরুষ। নির্যাতন সহ্য করতে না পেরে গত ছয় মাস আগে তাকে তালাক দেই। তালাকপ্রাপ্ত হয়েও তিনি আমার বাড়ি দখল করে আছেন।

jagonews24

তিনি আরও বলেন, ব্যবসায়ীক কাজে আমি বাইরে থাকায় তিনি বিভিন্ন জায়গায় রাত্রিযাপন ও বেপরোয়া চলাফেরা করতেন। এগুলো বলতে গেলে আমাকে হুমকি-ধমকি দিতেন। আমি ওই নারীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।

মানববন্ধনে সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিন আহম্মেদ, ভুক্তভোগীর মা খামিরন নেছা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী ও মিনহাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।