বগুড়ায় একদিনে করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৩ জুন ২০২১
ফাইল ছবি

বগুড়ায় করোনার মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত আটদিনে ২৮ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।

বুধবার (২৩ জুন) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন, বগুড়া সদরের পান্না (৫৫) ও খালিদ (৫২), শেরপুরের জয় খান (৫৫) ও নওগাঁর আব্দুর রাজ্জাক।এদের মধ্যে পান্না ও খালিদ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং জয় ও আব্দুর রাজ্জাক মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে মঙ্গলবার (২২ জুন) শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৪৩ জনের, জিন এক্সপার্ট পরীক্ষায় ১৮টি নমুনায় সাতজনের ও অ্যান্টিজেন পরীক্ষায় ৬৭টি নমুনায় সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫ টি নমুনায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্তদের মধ্যে সদরে ৪৭ জন, আদমদীঘিতে সাতজন, ধুনটে পাঁচজন, নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরে একজন করে রয়েছেন।

বুধবার সকালে পর্যন্ত পাওয়া সর্বশেষ ফল অনুযায়ী, বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৩ হাজার ৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৭৩ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪২৪ জন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।