মুক্ত আকাশে উড়ল ভিন্ন প্রজাতির ১৩ পাখি
পটুয়াখালীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া ১৩টি পাখি অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৩ জুন) বন বিভাগ প্রাঙ্গণ থেকে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।
এসময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএসএম জহির উদ্দিন আকন, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার ও হিসাবরক্ষক আনোয়ার গাজী ও এনিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা উপস্থিতি ছিলেন।

এর আগে মঙ্গলবার (২২ জুন) বন বিভাগের সহায়তায় এনিম্যাল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রাম থেকে পাঁচটি ঘুঘু ও শ্রীরামপুর বাজারের দোকানদারের কাছ থেকে একটি ডাহুক এবং তিনটি ঘুঘু। দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা গ্রাম থেকে তিনটি ডাহুক ও একটি ঘুঘু উদ্ধার করা হয়।
আরএইচ/এএসএম