প্রতিপক্ষের লোকদের ‘গণপিটুনি’ দিতে বললেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৪ জুন ২০২১

নিজের দেয়া 'শান্তির প্রস্তাব' প্রত্যাহার করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অপশক্তিকে (প্রতিপক্ষ) গণপিটুনির নির্দেশও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘আমার দেয়া শান্তির প্রস্তাব তুলে নিলাম। এখন থেকে অপশক্তিদের যাকে যেখানে পাবেন গণপিটুনি দেবেন। এবার থেকে খেলা হবে।’

এছাড়া ব্যবসায়ীদের লাঠি তৈরি রাখারও নির্দেশ দেন তিনি।

এসময় কাদের মির্জা আবারও জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শকের (তদন্ত) প্রত্যাহার দাবি করেন।

প্রসঙ্গত, বুধবার (২৩ জুন) রাতে নিজের বাসায় হামলার অভিযোগ এনে বসুরহাটের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তার বোন রোকেয়া বেগম। সন্ধ্যা সাড়ে ৭টায় থানা সংলগ্ন মাকসুদাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়কের বাসায় এ ঘটনা ঘটে।

ইকবাল হোসেন মজনু/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।