টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ১৭৫, মৃত্যু ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৪ জুন ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একইসময় করোনায় মৃত্যু হয়েছে একজনের।

বৃহস্পতিবার (২৪ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৮০ জন, কালিহাতীতে ২৩ জন, ঘাটাইলে ১৫ জন, মির্জাপুরে ১৪ জন, ভুঞাপুরে ১২ জন, মধুপুর ও দেলদুয়ারে ৯ জন, বাসাইল ও গোপালপুরে পাঁচজন এবং সখীপুরে তিনজন রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন।

তিনি আরো জানান, এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন মোট ৬ হাজার ৭১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৩৮ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১০৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪৯৬ জন করোনা রোগী।

আরিফ উর রহমান টগর/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।