মেহেরপুরে একদিনে ৪১ জনের করোনা শনাক্ত, মৃত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৫ জুন ২০২১

মেহেরপুরে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এ জেলায় গত ২৪ ঘণ্টায় ১১৩টি নমুনা পরীক্ষায় ৪১ জনের ফলাফল পজিটিভ এসেছে। আর মারা গেছেন একজন। তার বাড়ি গাংনী উপজেলায়।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেরপুরে মোট ৩৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১৫৪ জন, গাংনী উপজেলার ১৪৫ জন এবং ৮৪ জন মুজিবনগর উপজেলায়।

ডা. নাসির উদ্দিন বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৩৮ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩ জন। মেহেরপুরে লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে বলে জানান তিনি।

আসিফ ইকবাল/এমএসএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।