ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ রেখে পালালেন স্বামী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৫ জুন ২০২১
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ রেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।

শুক্রবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আটাইল গ্রাম থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই গৃহবধূর নাম মোছা. আদুরী খাতুন (৩০)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের আবু হানিফের স্ত্রী।

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে মোছা. আদুরী খাতুন ও আবু হানিফের মধ্যে বনিবনাত হচ্ছিল না। যার কারণে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জেরে আদুরীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে মারধরও করা হয় তাকে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাত আটটার দিকে নিজ শয়নকক্ষের গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। মধ্যরাতে আদুরী খাতুনের ঝুলন্ত মরদেহ দেখে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।