চুনকুড়ি নদীতে যৌথ অভিযানে অবৈধ জাল ও রশি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৫ জুন ২০২১

সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে অবৈধ নেট জাল ও রশি জব্দ করেছে বনবিভাগ, নৌপুলিশ ও কোস্টগার্ড। পরে জব্দকৃত এ অবৈধ জাল ও রশি মুন্সীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

শুক্রবার (২৫ জুন) সকাল থেকে চুনকুড়ি নদীর কয়েক কিলোমিটার এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়।

বনবিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘সুন্দরবনের চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে ৯৭ হাজার মিটার অবৈধ নেট জাল ও চার হাজার ৮৭০ কেজির রশি জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

এদিকে স্থানীয় জেলেদের অভিযোগ, সুন্দরবনে প্রবেশের পাস দেয়া বন্ধ থাকায়, নদীতে না যেয়ে জাল নৌকায় রাখা হয়েছিল। সেখান থেকে জাল নিয়ে এসে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।