বগুড়ায় ৩৫০ বস্তা ভর্তুকির সারসহ ৫ ডিলার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৬ জুন ২০২১

বগুড়ায় ৩৫০ বস্তা সরকারের ভর্তুকির সারসহ পাঁচ ডিলারকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২৬ জুন) র‌্যাব-১২ এর বগুড়া কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের আয়েত আলীর ছেলে রুহুল আমিন (৩৫), আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের মৃত শওকত আলীর ছেলে নওশাদ (৪৬), আদমদীঘি বাজার এলাকার মৃত ফজলুল হকের ছেলে এমদাদুল হক (৪৩), শালগ্রামের খোরশেদ আলীর ছেলে ফজলুল হক (৫৫) ও মৃত নাসিউল হকের ছেলে এহসানুল করীম (৪৭)।

jagonews24

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়ায় সারের চাহিদা বেশি থাকায় এক শ্রেণির অসাধু ডিলার বেশি মুনাফার লোভে সরকারের ভর্তুকির সার কালোবাজারে বিক্রি করছেন এমন সংবাদে অভিযান চালায় র‌্যাব। পরে জেলার কাহালু থানার দুর্গাপুর জামাদারপুকুর সড়কে চেকপোস্ট বসিয়ে ৩৫০ বস্তা সারসহ একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৯২৩) জব্দ করে। এসময় ট্রাকে থাকা নন্দীগ্রাম থানার সারের ডিলার কালোবাজারির মূলহোতা রুহুল আমিনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, ১৭ টন সার আদমদীঘি উপজেলার বিভিন্ন ডিলারের নামে বরাদ্দ হয়েছিল। বরাদ্দকৃত সারগুলো নন্দীগ্রামের ডিলারের কাছে দেয়ার জন্য সান্তাহার বিএডিসি গোডাউন হতে উত্তোলন করে বিক্রি করে দেয়া হয়।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।