নড়াইলে ৩৭৬৫ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৬ জুন ২০২১

নড়াইলে অভিযান চালিয়ে ৩৭৬৫ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুন) জেলার লোহাগড়া উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক কর্নানের গেটের সামনে থেকে তাদের গে্রফতার করা হয়।

তারা হলেন, নড়াইল শহরের মহিষখোলা গ্রামের আলী আহম্মেদের ছেলে মো. সেলিম হোসেন এবং কক্সবাজারের উখিয়া থানার নালবনিয়া পালংখালী গ্রামের মো. জাহেদ আলমের ছেলে মো. ইউনুস মোল্লা।

লোহাগড়া থানার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুমন হাওলাদার ও এএসআই মো. বিল্লাল হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, কক্সবাজার থেকে মো. ইউনুস মোল্লা, সেলিম হোসেনের সহোযোগিতায় নড়াইলে বিক্রির জন্য ইয়াবাগুলো আনেন। দুপুরে তাদের জেল কারাগারে পাঠানো হয়েছে।

হাফিজুল নিলু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।