চাটমোহরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০১:২৩ এএম, ২৭ জুন ২০২১

পাবনার চাটমোহরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। শনিবার (২৬ জুন) দুপুরে উপজেলার ধুলাউড়ি ও পার্শ্বডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি মধ্যপাড়া গ্রামের সোহেল রানার দেড় বছরের ছেলে আবির এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম চকপাড়া গ্রামের আবু বকরের দেড় বছরের ছেলে মাসুম।

মৃত শিশু আবিরের দাদা রমজান আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে খেলতে গিয়ে শিশু আবির পরিবারের সবার অগোচরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী জানান, দুপুর ১২টার দিকে শিশু মাসুম সবার অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানি থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আমিন ইসলাম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।