শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে ২১ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৭ জুন ২০২১

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ক্রয়-বিক্রয়সহ সব ধরনের অপরাধ রোধকল্পে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ২১ যুবককে গ্রেফতার করেছে।

শনিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার দিকনির্দেশনায় ওসি অজয় চন্দ্র দেবের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম, এসআই সনজীত চন্দ্র নাথ, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই মো. কাওছার মাহমুদ তোরণ, এসআই মোহাম্মদ জসিম উদ্দিন, এএসআই লিটন চন্দ্র পাল, এএসআই মো. ইমাম হোসেন, এএসআই এবি সিদ্দিকসহ পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাসহ অপরাধ নিবারণকল্পে ২১ জনকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কামরুজ্জামান আল রিয়াদ/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।