মুক্তিপণ চেয়ে প্রবাসীর ছেলেকে অপহরণ, না পেয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৭ জুন ২০২১

মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে স্কুলছাত্র আবির হোসেনকে (১২) অপহরণের পর হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের মাঠ থেকে তাকে অপহরণ করা হয়। পরে আবিরের কাছে থাকা মোবাইল থেকে তার মাকে কল দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর রাত সাড়ে ১২টার দিকে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবির চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। মায়ের সঙ্গে সে নানার বাড়ি গাংনী উপজেলার মিনাপাড়া বসবাস করত।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলার মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হামিম ও মুজাহিদের সঙ্গে মোটরসাইকেলযোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। কিছুক্ষণ পর হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায় আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে। পরে আবিরের মোবাইল ফোন থেকে তার মায়ের নম্বরে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এর এক ঘণ্টা পর আবিরের ফোন বন্ধ পাওয়া যায়। পরে তার পরিবার গাংনী থানা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে হাত-পা বাধা ও গলায় ফাঁস দেয়া অবস্থায় আবিরের মরদেহ উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনার নেপথ্যে কেউ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

আসিফ ইকবাল/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।