আমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৭ জুন ২০২১

আমের ন্যায্যমূল্যের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।

রোববার (২৭ জুন) সকালে সদর উপজেলার কাশিপুর গ্রামের একটি আম বাগানের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় আম বাগান মালিক সাহেব আলী জোয়ার্দ্দার, বুলবুল আহম্মেদ বাপ্পী, রেজাউল করিম রাজা, মতিয়ার রহমান, মোদাচ্ছের হোসেন, আলী নুর জোয়ার্দ্দার, সন্টু জোয়ার্দ্দার, সাবু মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত বছর আম্ফানের কারণে এ এলাকায় আমগাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে কারণে লোকসানের সম্মুখীন হয়েছিল তারা। এ বছর আশা নিয়ে বাগান পরিচর্যা করেন মালিক ও ব্যবসায়ীরা কিন্তু লকডাউনের কারণে জেলার বাইরে থেকে কোনো পাইকার আসছেন না। জেলার বিভিন্ন উপজেলাতেও আম পাঠানো যাচ্ছে না। যে কারণে প্রতি কেজি আম ১০ টাকা থেকে ২৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

এতে এবারও লোকসানের আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় আমের বাজার ব্যবস্থাপনা উন্নত, পরিবহন সুবিধা ও দেশের বিভিন্ন স্থানে পাঠাতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।