বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজছাত্রের
প্রতীকী ছবি
সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানউল্লাহ মালী (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমানউল্লাহ মালী উপজেলার বলরামপুর গ্রামের বাবু মালীর ছেলে। সে বালিয়াদহ কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, কলেজ বন্ধ থাকায় ফলেয়া এলাকায় একটি ড্রাগন ফলের বাগানের চাষাবাদ ও কর্মচারীর কাজ করত আমানুল্লাহ। দুপুরে সেখানে বিদ্যুতের সাইড লাইনে কাজ করছিল। এমন সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয় ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসানুর রহমান রাজীব/এসআর/এমএস