শেরপুরে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৭ জুন ২০২১
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোছা. ফিরোজা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (২৭জুন) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত বৃদ্ধা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাতেম হাকিম গ্রামের আবুল কালামের স্ত্রী।

শেরপুর দশমাইল হাইওয়ে পুলিশের ক্যাম্প ইনচার্জ বানিউল আনাম বলেন, রায়গঞ্জের চান্দাইকোনা বাজার থেকে একটি সিএনজি শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে সিএনজির তিনযাত্রী আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বৃদ্ধা ফিরোজা বেগমকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মারা যান তিনি।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত রায়গঞ্জ উপজেলা সদরের সায়েম তালুকদারের ছেলে মুন্না আহম্মেদ (২০) ও একই এলাকার লেবু তালুকদারের ছেলে কিশোর ওসমান আলীকে (১৩) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বানিউল আনাম আরও বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।