মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৭ জুন ২০২১

মোটরসাইকেল থেকে পড়ে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল চন্দ্র মোহন্ত (৭৫) মারা গেছেন।

রোববার (২৭ জুন) বিকেলে উপজেলার চাঁপাপুর বাজার সংলগ্ন কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে গ্রামের এক পরিচিত ব্যক্তির মোটরসাইকেলযোগে চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন শ্যামল চন্দ্র মোহন্ত। পথিমধ্যে অসাবধনতাবশত তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও নিহত শ্যামল চন্দ্রের ছেলে অলোক মোহন্ত বলেন, মোটরসাইকেল থেকে পড়ে তিনি মাথায় আঘাত পান। পরে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা যান।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।