কোটালীপাড়ায় ৩৯ নমুনায় ১৭ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৮ জুন ২০২১
ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩২ জন।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় উপজলো স্বাস্থ্যকেন্দ্র থেকে এ তথ্য জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকিল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য জানান, শনিবার ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে উপজেলার বলুহারে একজন, সকিরি বাজারে একজন, পশ্চিমপাড়ায় পাঁচজন, মাঝবাড়িতে একজন, সোনাটিয়ায় একজন, কয়খায় একজন, পিঞ্জুরীতে একজন, আট্টাবাড়িতে একজন, চত্রিপাড়ায় একজন এবং কোটালীপাড়ার বাইরে থেকে চারজন রয়েছেন। এ নিয়ে উপজলোয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩২ জনে। তবে তাদের মধ্যে ৫৬৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

এদিকে সংক্রমণ বৃদ্ধি পেলেও স্থানীয়দের মধ্যে তেমন সচেতনতা লক্ষ্য করা যায়নি। কোটালীপাড়ার প্রাণকন্দ্রে পশ্চিমপাড়ায় গিয়ে দেখা যায়, মানুষ অবাধে ঘোরাফেরা করছে। কোনো ধরনের সামাজিক দূরত্ব মানছেন না।

মেহেদী হাসান/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।