বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বাগ-বিতণ্ডায় খালেকুজ্জামান (৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত খালেকুজ্জামান শাহজাহানপুর উপজেলার বাসিন্দা। তিনি নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত পেটি অফিসার ছিলেন। তিনি পাবনার মৃত আব্দুস সামা মোল্যার ছেলে।
নিহতের ছেলে জুয়েল রানা জানান, তাদের প্রতিবেশী কোনো জায়গা না রেখেই সীমানা প্রাচীরের ওপর একটি বিল্ডিং নির্মাণ করছেন। এ নিয়ে প্রথম থেকেই তারা বাধা দিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, একপর্যায়ে রোববার সন্ধ্যার দিকে তার বাবা খালেকুজ্জামান তাদের নিষেধ করতে গেলে ওই ব্যক্তির ছেলে ও তার পরিবারের লোকজন খালেকুজ্জামানকে ধাক্কা মেরে ফেলে দেন। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে খালেকুজ্জামানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোমবার দুপুরে শাজাহানপুর থানায় কিশোর ও তার মাকে আসামি করে মামলা করা হয়।
অভিযুক্তের বাবা বলেন, ‘সাড়ে তিন ফুট জায়গা রেখেই বাড়ি নির্মাণ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানকে ধাক্কা মারা হয়নি। তিনি উত্তেজিত হয়ে মাথা ঘুরে পড়ে স্ট্রোক করেছেন। এর আগেও তিনি দুবার স্ট্রোক করেছিলেন। হয়রানি করতেই আমাদের নামে মামলা করা হয়েছে।’
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএমএম/এএসএম