পাহাড়ি ঢলে ডুবল সড়ক, সুনামগঞ্জ-তাহিরপুর যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৯ জুন ২০২১

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৮ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক তলিয়ে গেছে। ফলে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তাহিরপুর উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম জাগো নিউজ বলেন, টানা বৃষ্টিপাতে সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।

স্থানীয় আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী সইফুল মিয়া জানান, পাহাড়ি ঢলের কারণে যাদুকাটা নদী হয়ে রক্তি নদী দিয়ে পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। এ কারণে বাজারের সম্মুখে ব্রিজ পার হয়ে জেলা সদরে যাওয়ার সড়কটি পানিতে ডুবে গেছে। ফলে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল জাগো নিউজকে বলেন, টানা বৃষ্টিতে উপজেলার নদ-নদী ও নিন্মাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

লিপসন আহমেদ/ এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।