মেহেরপুরে একদিনে তিন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিন মুক্তিযোদ্ধাসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং দুজন নিজ নিজ বাড়িতে মারা গেছেন।
আজ (মঙ্গলবার) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হায়াত (৭০) এবং মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্টেনের শিক্ষক শাম্মি আক্তার রানি (৪৫)।
এছাড়া গাংনীর জুগিন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজের আলী (৬৫) এবং বামুন্দীর বীর মুক্তিযোদ্ধা রওশন আলী (৭০) নিজ নিজ বাড়িতে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বেলেন, ‘সচেতনতার অভাব ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে প্রতিদিনই করোনা আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দিয়ে নিজ নিজ এলাকায় দাফন করা হবে।
আসিফ ইকবাল/এমএইচআর/এমএস