মোবাইলের বাক্সে মিলল ইয়াবা, গ্রেফতার ২ নারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৩৫ এএম, ৩০ জুন ২০২১

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ২ হাজার ৫৩৬ পিস ইয়াবাসহ মালা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মালা উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগানের বেলাল হোসেনের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সান্তাহার ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মালা বেগম দীর্ঘ দিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর তল্লাশিকালে একটি মোবাইল ফোনের বাক্সে রাখা ২ হাজার ৫৩৬ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

এসআই আরও জানান, রাতেই ওই নারী ও তার বেয়াইন (মেয়ের শাশুড়ি) একই এলাকার বাসিন্দা মোফাজ্জলের স্ত্রী কাজলী বেগমের নামে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার ওই নারীর দাবি, তার বেয়াইন কাজলী এসব ইয়াবা বিক্রির উদ্দেশ্য মঙ্গলবার দুপুরে তার বাড়িতে রেখে যান।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।