হবিগঞ্জ কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০১ জুলাই ২০২১
ফাইল ছবি

হবিগঞ্জ কারাগারে থাকা হত্যা মামলার আসামি রিংকু চন্দ্র মোদকের (৩০) মৃত্যু হয়েছে।

রিংকু আজমিরীগঞ্জ উপজেলা সদরের বড়পুকুর পাড় এলাকার বাসিন্দা মানিক চন্দ্র মোদকের ছেলে। প্রায় এক বছর আগে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি।

জেলার জয়নাল আবেদীন ভূইয়া জানান, বৃহস্পতিবার (১ জুলাই) সকালে হঠাৎ রিংকু স্ট্রোক করেন। তাকে সঙ্গে সঙ্গে সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে সেখানেই মারা যান।
তবে সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।