গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল ট্রাক, প্রাণ গেল দুজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০১ জুলাই ২০২১

মৌলভীবাজার মাছ ও সবজিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সদর উপজেলার কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজারের জুড়ির ফুলতলা কোনাগাঁও এলাকার মছকন আলীর ছেলে রফিক উদ্দিন ও কুলাউড়ার বরমচালের আব্দুল কাদিরের ছেলে আব্দুল মুহিত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার পথে মাছ ও সবজিবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। এসময় আহত তিনজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও পরে সিলেট চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল আজিজ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।