মাধবদীতে কার্ভাড ভ্যানের চাপায় রিকশা আরোহীসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০২ জুলাই ২০২১

নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (২০) মাধবদীর কান্দাইল পশ্চিমপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। অন্যজন ফারিকুল ইসলাম (৩১) কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার বাসিন্দা।

jagonews24

মাধবদী ফায়ার সার্ভিস ও ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেট যাচ্ছিল। এমন সময় ভ্যানটির সামনে দিয়েই মহাসড়ক ধরে মাধবদীর দিকে চলছিল রিকশাটি। এ সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে পড়ে যায় এবং রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক সাব্বির হোসেন ও রিকশা আরোহী ফারিকুল ইসলাম নিহত হন। পরে মাধবদী ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার বলেন, কার্ভাডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। কার্ভাডভ্যানটি এখনো উদ্ধার হয়নি, আমাদের সদস্যরা এটি নিয়ে কাজ করছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সঞ্জিত সাহা/ এমএসএম/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।