লোকালয় থেকে দুটি অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০২ জুলাই ২০২১

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকার বন সংলগ্ন এলাকা থেকে দুইটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। সাপ দুটির দৈর্ঘ্য যথাক্রমে ১০ ও ১৭ ফুট।

শুক্রবার (২ জুলাই) দুপুরে ১০ ফুট দৈর্ঘ্যের অজগরটি শরণখোলার পহলান বাড়ির সামনে পাতা স্থানীয় এক জেলের জালে আটকা পড়ে। পরে বিকেলে পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া এলাকা থেকে ১৭ ফুট লম্বার আরেকটি একটি অজগর উদ্ধার করা হয়।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, পৃথকভাবে উদ্ধার হওয়া অজগর দুটিকে শুক্রবার বিকেলেই শরণখোলার বগী স্টেশন সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

শওকত আলী বাবু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।