নাটোর কারাগারে হাজতির মৃত্যু
ফাইল ছবি
নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৪৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে দাবি কারা কর্তৃপক্ষের।
মৃত হাজতি আনোয়ার হোসেন নাটোর সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়া গ্রামের মৃত. আলিম উদ্দিনের ছেলে।
কারা সূত্র জানায়, সদর থানার মাদক মামলায় নাটোর কারাগারে বন্দি ছিলেন আনোয়ার হোসেন। আজ দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাটোর জেলা কারাগারের সুপার আবু তালেব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম