নাটোরে আক্রান্ত-উপসর্গে ৭ জনের মৃত্যু
নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয় এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। তবে শুক্রবার পরীক্ষা বন্ধ থাকায় নতুন আক্রন্তের সংখ্যা জানা যায়নি।
নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামিম ইয়াজদানী।
এছাড়া উপসর্গে রাবেয়া বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পারিবার।
রেজাউল করিম রেজা/এএইচ/এমএস