বগুড়ায় করোনায় আরও ৬ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ১১২ জন আক্রান্ত হয়েছেন। শনিবার (৩ জুলাই) ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- বগুড়া সদরের আলী জাহিদ (৭০), সাহেরা বেওয়া (৭০) ও নওগাঁর মতিন চৌধুরী। এদের তিনজনই সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যাওয়া তিনজনের নাম পরিচয় জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ৩১১ নমুনার ফলাফলে নতুন করে ১১২ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩৬ দশমিক ১ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৯১ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১০০ জন, শিবগঞ্জে তিনজন, আদমদীঘিতে দুইজন, কাহালুতে দুইজন, শাজাহানপুরে দুইজন, শেরপুর, ধুনট ও গাবতলীতে একজন করে আক্রান্ত হয়েছেন।
তিনি আরও জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ নমুনায় ১৯ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
এই নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৮৫ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৩৯ জন। এখানে মোট মৃত্যুর সংখ্যা ৪১৬ জন।
আরএইচ/এমএস