জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ে বিদেশগামীদের ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৩ জুলাই ২০২১

করোনার ভ্যাকসিন দিতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য চাঁদপুরে জনশক্তি কর্মসংস্থানের অফিসে ভিড় করেন বিদেশগামীরা। এ সময় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অনেকেই মাস্ক ছাড়াই চলে এসেছেন।

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) দুপুর ১২টায় এ দৃশ্য দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। এ সময় তিনি স্বাস্থ্যবিধি নিশ্চিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে মাইকিং করেন।

jagonews24

সতর্ক করা হলেও বিদেশগামী যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার আগ্রহ দেখা যায়নি। তাই তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। এ সময় জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের কার্যক্রম সামরিক বন্ধ করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যক্রম আবার পুনরায় চালু করা হয়।

মতলব উত্তর থেকে আসা বাসার গাজী বলেন, ‘৫০০ টাকা খরচ করে এখানে আসলাম। আমার যাওয়ার ডেট খুব কাছেই। আমি এখন কী করব।’

jagonews24

এ সময় আরও কয়েকজন এগিয়ে এসে বলেন, নির্ধারিত সময়ে যদি আমরা যেতে না পারি তাহলে আমাদের অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। এ ক্ষতিপূরণ কে দেবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল বিষয়টি গুরুত্বের সহিত দেখার।

এ বিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা রেজিস্ট্রেশনকারীদের উপজেলা ভিত্তিক তালিকা তৈরি করছি। একেক দিন একেক উপজেলা আগ্রহীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। এতে এত জনসমাগম একত্রিত হতে পারবে না এবং স্বাস্থ্যবিধি কিছুটা নিশ্চিত করা যাবে।’

নজরুল ইসলাম আতিক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।