হবিগঞ্জের ডিসি ইশরাত জাহান করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৩ জুলাই ২০২১

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৩ জুলাই) দুপুরে নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, শনিবার সকালে জেলা প্রশাসক নমুনা পরীক্ষার জন্য দেন। দুপুরে পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। তার স্বামী অতিরিক্ত সচিব শরীফুল ইসলামও করোনা আক্রান্ত হয়েছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।